• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

একটি মহল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:০৪ পিএম

একটি মহল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটি মহল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি করেন, ‘তবে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে রয়েছে।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে তা পুরোটা নির্মূল- এটা বলব না। তবে বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। ওই সময় বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন এসব ঘটনায় যারা মারা গেছে, তাদের ডেডবডি পর্যন্ত পরিবার নিতে আসেনি। এ ছাড়া অনেক সময় মা তার সন্তানকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে উঠিয়ে দিয়েছেন।’

মন্ত্রী আরও জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে।

এ সময় বুয়েটছাত্র ফারদিনের মৃত্যু বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে তদন্তকারী সংস্থার ওপর আস্থা রাখতে বললেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের র‍্যাব- ডিবি বিষয়টি সুন্দর করে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের সাংবাদিক কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নিন।’

এআরআই/এএল

আর্কাইভ