 
              প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৬:৪৯ পিএম
-20221221064958.jpg) 
                 
                            
              কমলাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, দেশের অবকাঠামো নির্মাণে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। কেননা, এখন মূল লক্ষ্য মানুষ বাঁচানো। কাজগুলো একটু ধীরে চলবে। স্মার্ট বাংলাদেশের রাস্তাও হতে হবে স্মার্ট। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। সড়কে পরিবহন চলাচলে শৃঙ্খলা না আনতে পারলে স্মার্ট সড়ক সম্ভব নয়।
সেতুমন্ত্রী বলেন, এমআরটি লাইন-৬ (উত্তরা-মতিঝিল) ২০২৩ এর শেষ নাগাদ সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সজিব/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      