• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলকাতায় বাংলাদেশি পিতা-পুত্রের কাণ্ড!

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১০:১৯ পিএম

কলকাতায় বাংলাদেশি পিতা-পুত্রের কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বাবা ও ছেলে সিরাজুল রহমান খান এবং তাঁর ছেলে নাফিউ খান দু‘জনেই বড়দিনের রাতে মির্জা গালিব স্ট্রিটের একটি পানশালায় একসঙ্গে বসে মদ্যপান করে বেসামাল হন। নিজেদের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয়। এই ঘটনায় আহত হন পানশালার দুই কর্মী সুজিত বক্সি ও শঙ্কর রুদ্র। তাঁদের হাসপাতালে নিয়ে যেতে হয়। পার্ক স্ট্রিট থানার পুলিশ এসে দু’জনকে গ্রেফতার করে। নিয়মানুযায়ী বাংলাদেশ উপদূতাবাসকে ঘটনাটি জানানো হয়েছে। উপ-দূতাবাস ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

পার্ক স্ট্রিট এ হুল্লোড় করার দায়ে বড়দিনের রাতে গ্রেফতার হয়েছে দু’শো সাতজন। বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে উনোচল্লিশ লিটার।

ওই রাতে দুই নারী নির্যাতনকারীকে নারীরাই ধাওয়া করে ধরে ফেলে। দু’জনের নাম শঙ্কর রাও ও সোমনাথ দাস। শঙ্কর ভিড়ের মধ্যে এক দম্পতির মধ্যে নারীর শরীরের অংশে আপত্তিকর স্পর্শ করে। নারীটি ধাওয়া করে শঙ্করকে ধরে। পার্ক স্ট্রিটের বাস স্ট্যান্ডে দাঁড়ানো একটি মেয়েকে উত্ত্যক্ত করার জন্যে ধরা পড়ে সোমনাথ। মেয়েটি কলার ধরে সোমনাথকে পুলিশের হাতে তুলে দেয়। 

 

সজিব/এএল
 

আর্কাইভ