প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১০:২৪ এএম
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে মোক্তার হোসেন (২১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তার বাড়ি শেরপুর সদর উপজেলার পাঞ্জরডাঙ্গা গ্রামে। বাবার নাম চান মিয়া। তিনি মহাখালীর কড়াইল বস্তিতে থাকতে
হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু সাব্বির আহমেদ শিমুল মিয়া জানান, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন মোক্তার। রাতে কাজ শেষে অফিস থেকে বাসায় ফিরছিলেন। অসাবধানতাবশত মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এনএমএম/এএল