 
                 
                            
                   
                                       নিজস্ব প্রতিবেদক, ঢাকা
                                  
              রোববার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
                      
                  মিরপুর দারুস সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ. জেড.এম তৈমুর রহমানকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগে, প্রটেকশন বিভাগের (সংসদ ভবন নিরাপত্তা) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জামিনুর রহমান খানকে মিরপুর দারুস সালাম জোনে। আর সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইমের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলামকে উত্তরার এয়ারপোর্ট জোনে ও উত্তরার এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাপস কুমার দাসকে প্রটেকশন বিভাগে (সংসদ ভবন নিরাপত্তা) পদায়ন করা হয়েছে।  									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন