প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১১:০০ এএম
রাজধানীর তুরাগে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে মেট্রো রেল দুই নম্বর স্টেশনের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় দাদি নাতনি নিহত হয়েছে।নিহতরা হলেন, দাদী মোছাঃ সাজেদা খুকি (৪৫)ও নাতিন মোছাঃ রাফিয়া আক্তার (০৬মাস)। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনিকে কোলে নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন মাজেদা। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এনএমএম/