
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১১:২১ পিএম
ডিবি পুলিশ সদস্যদের বহনকারী ভাঙচুর করা মাইক্রোবাস।
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাকিবুল হক সজিব নামে এক কলেজছাত্রের পকেটে মাদক পুরে দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার পাগলার নিশ্চিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
আরিয়ানএস/এএল