
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৩:২৯ এএম
তেলেগুদের কলোনিজুড়ে জমে আছে ময়লা পানি।
কোনো রকম নাগরিক সুবিধা নিশ্চিত না করে ১০-১৫ ফুট নামে খালি জমি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর ধলপুরের ১৪ নম্বর আউটফলে বসবাস করা তেলেগু কলোনি। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম তেলেগু সম্প্রদায়ের লোকদের রাতের মধ্যে কলোনি ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।
আগামীকাল বৃহস্পতিবার কলোনি উচ্ছেদ করার কথাও জানান তিনি। এর আগে করপোরেশনের পক্ষ থেকে ১২২টি পরিবারের জন্য পাশে উচ্ছেদ করা জমিতে খুঁটি লাগিয়ে প্রতিটি পরিবারের জন্য ক্রমিক অনুযায়ী জায়গা চিহ্নিত করে দেওয়া হয়।
তেলেগু সম্প্রদায়ের লোকজন বলেন, আমাদের কলোনিতে এখন হাঁটু সমান ময়লা পানি জমে আছে। এই অবস্থায় মালামাল নিয়ে ঘর ছেড়ে যাওয়া কষ্টকর। তা ছাড়া নতুন জায়গায় মাটি ছাড়া কিছু নেই। বিদ্যুৎ, পানিসহ বাথরুমের কোনো ব্যবস্থা হয়নি। সেখানে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হবে বলে জানান কলোনির বাসিন্দারা। তেমনি কলোনির ভেতরে থাকা একমাত্র স্কুলটি ভেঙে ফেলা হলে ২০০ শিক্ষার্থীর শিক্ষা জীবনে অনিশ্চয়তা নেমে আসবে।
আরিয়ানএস/