 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৯:৩৯ পিএম
 
                 মেট্রোরেল (ফাইল ছবি)
ঘুড়ি আটকে পড়ায় ফের বন্ধ করতে হলো মেট্রোরেল। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এমআরটি লাইন-৬ এ এই ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) নাসির উদ্দিন আহমেদ।
এই কর্মকর্তা বলেন, ঘুড়ির জন্য কিছু সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পুলিশের সাহায্য নিয়েছি। মাইকিংও করা হয়েছে। তারপরও মানুষ সচেতন না হলে কী আর করতে পারি।
আরিয়ানএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      