প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েন্স ল্যাবে প্রিয়াঙ্গণ শপিং সেন্টারের পাশের একটি ভবনে আজ রোববার বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের একজন আব্দুল মান্নান। ভবনের তিনতলায় অবস্থিত লায়রা প্রোডাক্ট (নিউ জেনারেশন) নামের একটি প্রতিষ্ঠানে ৪৫ বছর ধরে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, মান্নান পরিবার নিয়ে লালবাগের ইয়াসমিন হাজির গলিতে বসবাস করতেন। দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার ছিল। তাদের গ্রামের বাড়ি টঙ্গীর গাজীপুরা এলাকায়। দুইমাস আগেই ছোট মেয়েটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
নিহত আব্দুল মান্নানের ছেলে মো. আশিক বলেন, ‘দুই দিন সাপ্তাহিক ছুটির পরে আজ সকালে অফিসে গেছে। এর কিছুক্ষণ পর আমার মাকে অফিসের একজন কল দিয়ে পপুলার হাসপাতালে আসতে বলেন। পরে আমরা এসে দেখি আমার বাবা আর বেঁচে নেই। দুই মাস হয়নি আদরের বোনটাকে হারালাম। আজ বাবাও চলে গেল। আমি এখন মাকে কী বলে সান্ত্বনা দেব!’
আরিয়ানএস/