
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০১:৫০ এএম
ছবি: সংগৃহীত
দুই দফায় সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত হজযাত্রী না পেয়ে নিবন্ধনের সময় তৃতীয় দফায় আরও নয় দিন বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বর্ধিত এই সময়সীমা শেষ হবে ১৬ মার্চ। এর পরে আর সময় বাড়ানো হবে না বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিশ্বের মুসলমানদের বার্ষিক সম্মিলন হজ এবার হতে পারে ২৭ জুন। বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন, যা সৌদি আরব ঠিক করে দিয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে কোটা পূরণ না হওয়ায় প্রথম দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক করা হয়েছিল। তাতেও কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় সময় ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
এখন তৃতীয় দফায় ৯ দিনের জন্য সময় বাড়িয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়, যাকে ‘শেষ ও চূড়ান্ত’ বলা হচ্ছে।
আরিয়ানএস/