 
              প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ১২:৩৭ এএম
 
                 ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরিত ভবনের ভেতর আর কোনো ভুক্তভোগী বা হতাহত নেই। সব শেষ মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৮ মার্চ) দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে মেহেদীর মরদেহ উদ্ধার করা হলে তার স্বজনেরা সনাক্ত করেন। ধারণা করা হচ্ছে প্রথম দিনই তার মৃত্যু হতে পারে। এজন্য মরদেহ ফুলে গেছে। তার মরদেহ দুটি ব্যাগে করে মুড়িয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেহেদী ভবনের বাংলাদেশ সেনেটারী দোকানের স্বত্বাধিকারী ছিলেন। তিনি ঘটনার পরপর সেখানেই মৃত্যুবরণ করেন।
আরিয়ানএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      