 
              প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৯:১৩ পিএম
 
                 ছবি: সংগৃহীত
সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩০) নামে আরও একজন মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আইসিউতে মারা যান আজম। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
মির্জা আজম সিদ্দিক বাজারে বাংলাদেশ সেনেটারি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর সে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল।
                      
আরিয়ানএস/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      