 
              প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৭:০৬ পিএম
 
                 
                            
              ইসলাম ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে। মানুষ যেন বিপথে না যায়, সত্যিকারে ইসলামের শিক্ষা যেন পায়, সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে; বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫০টি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি।
এ সময় সরকারপ্রধান বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ করে ধর্মকে বিতর্কিত করে কেউ কেউ। অথচ ইসলাম শান্তির ধর্ম। একমাত্র ইসলাম ধর্মই নারীদের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম সকল ধর্মের প্রতি সহনশীলতা দেখানোর শিক্ষা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের পরিবারের অনেককে হত্যা করা হয়েছে। আমাকেও হত্যার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কিছু কাজ করাবেন বলে। দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। যারা সত্যিকার ইসলামে বিশ্বাস করে তারা অন্য ধর্মের প্রতিও সহনশীল হবে। বিচার আল্লাহ করবেন। কেউ এটা করতে পারবে না।
এএল/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      