
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০২:৫৫ পিএম
দেশের সাতটি বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদফতর। বাকি অঞ্চলগুলোর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস সূত্রে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এএল/