• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

দুদক কমিশনার নিয়োগে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে কমিটি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৮:৫৮ পিএম

দুদক কমিশনার নিয়োগে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগে সুপারিশ করতে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে সভাপতি করে চার সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনারের পদ শিগগিরই শূন্য হবে বিধায় তার স্থলে একজন কমিশনার নিয়োগের জন্য সুপারিশ করতে দুদক আইন অনুসারে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।   


কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, বাছাই কমিটি উপস্থিত সদস্যদের অন্যূন তিন জনের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি কমিশনারের শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে। আর অন্যূন চার সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বাছাই কমিটির কাজ সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ