• ঢাকা মঙ্গলবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের আর্তনাদ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৪:০৯ পিএম

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন বাড়ছেই। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে র‌্যাব, বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনী।

এদিকে নিউমার্কেট এলাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে।এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিন ও পয়লা বৈশাখ থাকায় ভালো ব্যবসা হয়েছে ব্যবসায়ীদের। প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা ছিল সব দোকান। শেষরাতের দিকে দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ী বাসায় ফিরে গেছেন। আর ভোরবেলা পেয়েছেন আগুনের সংবাদ। রাত করে কেউ আর বাসায় টাকা নিয়ে যাননি। বেশিরভাগ ব্যবসায়ীর ক্যাশে বেশ ভালো টাকা ছিল।

ব্যবসায়ীরা বলছেন, করোনা ও যুদ্ধের কারণে গত কয়েক বছরে ব্যবসা না হলেও এবছর ঈদে সে ক্ষতি পুষানোর সুযোগ পেয়েছিলেন ব্যবসায়ীরা। ব্যবসাও বেশ ভালোই হচ্ছিল। প্রায় অধিকাংশ ব্যবসায়ীর ক্যাশে লাখ লাখ টাকা রয়েছে। অনেক টাকার মালামাল রয়েছে।

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ