• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সিনোফার্মের টিকা আসবে জুলাইয়ে

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৬:২১ পিএম

সিনোফার্মের টিকা আসবে জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের উদ্ভাবিত সিনোফার্মের টিকার প্রথম চালান আগামী জুলাইয়ের শুরুতে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেছেন, 'চীনের উদ্ভাবিত সিনোফার্মের টিকার জন্য এরই মধ্যে দেশটির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী জুলাইয়ের প্রথম দিকে চুক্তির প্রথম চালানের টিকা দেশে আসবে।'

সোমবার (২৮ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত সভা শেষে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

তিনি বলেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহে বড় অংকের টিকা আসবে। আমাদের লক্ষ্য ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া। টিকা দিতে পারলে বড় অংশকে সুরক্ষিত করতে পারব। গ্রাম পর্যায় পর্যন্ত টিকার আওতায় আনতে চাই আমরা। যেসব শ্রমিক বিদেশে যাবেন তাদের টিকায় অগ্রাধিকার দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘কোভ্যাক্সের কাছে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ চাওয়া হয়েছে। আগস্টের মাঝামাঝি আসতে পারে চালান। তবে কী পরিমাণ আসবে সেটা এখনও জানায়নি।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে পলিটিক্স চলছে, আমরাও সেই পলিটিক্সের শিকার। তবে ভ্যাকসিন আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয়।

সময় প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ফাইজারের টিকা দেয়ার কথাও জানান আবুল বাশার। জন্য প্রবাসীদের দ্রুত টিকা নিবন্ধনের জন্য আহ্বান জানান তিনি।

চলতি বছরের মার্চে চীনের সিনোফার্মের দেড় কোটি এবং রাশিয়ার স্পুটনিক-ভির এক কোটি টিকা কিনতে সরকার আলোচনা শুরু করে। ইতোমধ্যে দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশ ১১ লাখ টিকা পেয়েছে। তবে বিভিন্ন কারণে টিকা আসা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। তবে এখন তা সমাধানের পথে।

মামুন/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ