 
              প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১১:৫৯ পিএম
-(19)-20230429115901.jpg) 
                 ছবি: সংগৃহীত
আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা প্রশ্নফাঁসের গুজব রটাবে, ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটার ব্যাপারে গবেষণা চলছে। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে।
অনুষ্ঠানে দেশকে ভালোবাসতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান দীপু মনি।
অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কলেজ অধ্যক্ষ আবুল হাসেম মহাজনসহ সরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ কলেজের নতুন ভবন উদ্বোধন করেন ডা. দীপু মনি।
কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এর আগে মন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
                      
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      