 
              প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০১:০৫ এএম
-(87)-20230515130543.jpg) 
                 ছবি: সংগৃহীত
রিজার্ভ নিয়ে চিন্তার কোনো কারণ নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ মজুত আছে।
সোমবার (১৫ মে) জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজার্ভ সংকট সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘ডলার সংকট তো সারা বিশ্বেই রয়েছে। করোনার সময় আমাদের জাতীয় কেনাকাটাসহ সবকিছু বন্ধ ছিল, তাই ডলার কম খরচ হয়েছে। সে জন্য তখন ডলারের মজুত বেশি ছিল। করোনার পর বৈশ্বিক অর্থনীতি খুলে গেছে। আমাদের ক্রয় বেড়েছে, ডলার খরচ হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা রিজার্ভ নিয়ে বলতে বলতে সবার মাথায় এটা ঢুকে গেছে। আমাদের রিজার্ভ এখনও যা আছে তাতে অন্তত এটুকু বলতে পারি, আমাদের এমন কোনো সংকট নেই। আমরা সবসময় রিজার্ভ ধরে রাখারই চেষ্টা করি।’
শেখ হাসিনা বলেন, ‘তিন মাসের খাদ্য কেনার মতো ডলার যেন আমাদের হাতে থাকে, সেটা নিয়েই আমাদের চিন্তা। রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের তিন মাসের খাদ্য ক্রয়ের টাকা থাকলেই হয়।’
‘২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন রিজার্ভ ছিল শূন্য দশমিক ৪৪ বিলিয়ন ডলার, এখন ৩১ বিলিয়ন ডলার আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের সব জমি আবাদ করব, আমরা অন্যের ওপর নির্ভর করব না। আমরা নিজেদেরটা দিয়েই নিজেরা চলব,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীনের পর জাতির পিতার সময়ে এক মাসের রিজার্ভও ছিল না, তখন কি দেশ চলেনি? এখন আমাদের ৩১ বিলিয়ন ডলার রিজার্ভ মজুত আছে। আমাদের রিজার্ভ এখনও পর্যাপ্ত রয়েছে।’
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      