 
              প্রকাশিত: মে ১৭, ২০২৩, ১১:২৪ পিএম
-20230517112448.jpg) 
                 
                            
              প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা নস্যাৎ করে দিতে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে৷ বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখাই হবে আমাদের মূল প্রচেষ্টা৷
৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে দলের নেতারা শুভেচ্ছা জানাতে গেলে, সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সৎ উদ্দেশ্যে কাজ করলে যে কোনো জায়গাতেই সফলতা নিয়ে আসা সম্ভব হয়, সেটা মেনেই আমি কাজ করি৷ দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই আমার বড় লক্ষ্য৷
শেখ হাসিনা বলেন, ভোটের অধিকার আর গণতন্ত্র কবে ছিল এই দেশে? ৭৫ এর পর তো ভোট চুরির সংস্কৃতি গড়ে উঠেছিল৷ বরং বিভিন্ন সংস্কারের মাধ্যমে নির্বাচনকে গণমুখী করে মানুষকে ভোটাধিকারের বিষয়ে সচেতন করতে কাজ করেছে কেবল আওয়ামী লীগ৷
তিনি বলেন, স্বচ্ছ ব্যালট বাক্স থেকে ছবিসহ নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও ন্যাশনাল আইডি কার্ড; সবই তো আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে৷ তারপরও কেউ যদি আমাদের ভোটাধিকার আর গণতন্ত্রের ছবক দিতে আসে৷ তাদের বিষয়ে আসলে কিছুই বলার নাই আর৷
ভোট ডাকাতরা এখন গণতন্ত্র আর ভোটের অধিকারের কথা বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অবৈধভাবে জন্ম নেয়া দলের কাছে শুনতে হয় এ সমস্ত কথা৷ এগুলো মাঠের কথা মাঠেই থাকবে; আমরা থাকবো জনতার সঙ্গে৷ কারণ জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেই তো আমরা ক্ষমতায় এসেছি৷ মানুষের ওই বিশ্বাস-আস্থাটাই আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি নেই৷ দেশের জনগণই আওয়ামী লীগের একমাত্র বন্ধু, এই কথাটা সবাইকে স্মরণে রাখতে হবে৷ 
                      
আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জনগণের জন্য কাজ করে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তারা আসলে লুটেরা দল৷ ধন-সম্পদ কারো চিরদিন থাকে না৷ মরলে সবাইকে মাটির নিচে যেতে হবে৷ কেউ কিছু নিয়ে যেতে পারে না৷ বেশি করলে...বদনামটা নিয়ে যেতে হয়৷ কাজেই সেটা যেনো না হয়৷
তিনি বলেন, খুনি-সন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের দল কখনো যেনো আর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে৷
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      