 
              প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৮:৫২ পিএম
-20230522085221.jpg) 
                 
                            
              প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফরসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ সম্মলেন তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তার সফরসূচি সম্পর্কে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের আমন্ত্রণে দোহায় অনুষ্ঠেয় ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’-এ যোগ দিতে দুদিনের সফরে যাচ্ছেন তিনি। আজ দুপুর ৩টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি গত ৩ মাসের মধ্যে তার দ্বিতীয় কাতার সফর। এ সফরে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন, বাজার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎসহ নানা বিষয়ে আলোচন হওয়ার কথা রয়েছে। কাতার বিশ্ববিদ্যালয়ের একটি সভায় অংশ নেবেন তিনি। সফরে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গলে সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার কাতার সফরসূচি-
মঙ্গলবার (২৩ মে) থেকে বৃহস্পতিবার ২৫ মে কাতারের দোহায় ব্লুমবার্গ-এর সহায়তায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারের মহামহিম আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে এ ফোরামে প্রধানমন্ত্রী যোগদান করবেন। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। এ ফোরামে অন্যদের মধ্যে রুয়ান্ডা, হাঙ্গেরি, জর্জিয়া, ঘানা, প্যারাগুয়ে ও ইরাকের রাষ্ট্র ও সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়।
এ ফোরামে ৯টি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের ওপর আলোকপাত করা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে: ক) জ্বালানি নিরাপত্তা; খ) প্রযুক্তি ও উদ্ভাবন; গ) পরিবর্তিত বাজারব্যবস্থা; ঘ) স্বাস্থ্যখাতে উদ্ভাবন; ঙ) জলবায়ু অর্থায়ন; চ) বাণিজ্য কৌশল ও ব্যবস্থা; ছ) চতুর্থ শিল্পবিপ্লবে জনশক্তি; জ) ডিজিটাল বিশ্বে ক্রীড়া; এবং ঝ) বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎ। এসব বিষয়ে বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদরা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা আলোচনায় অংশ নেবেন বলে আয়োজকদের সূত্রে জানা যায়।
 
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      