 
              প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৯:৪২ পিএম
 
                 
                            
              লালমনিরহাট-ঢাকা মহাসড়কের তিস্তা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী ডেকোচে তল্লাশি চালিয়ে চালের বস্তায় থাকা ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় মমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ মে) সকাল ১১টার দিকে পুলিশের নিয়মিত তল্লাশি চলকালে এ টাকা উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য মমিনুল ইসলামকে আটক করা হয়। আটক মমিনুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কিশামত তবকপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে।
                      
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আলমের উপস্থিতিতে চালের বস্তায় রাখা ৩৮ লাখ টাকা জব্দ করা হয় ও জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসের যাত্রী মো. মমিনুল ইসলামকে আটক করা হয়।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      