• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিনিয়র সচিব পদে হাসিবুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ

প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৭:৪১ পিএম

সিনিয়র সচিব পদে হাসিবুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে আরও এক বছর দায়িত্ব পালন করবেন গোলাম মো. হাসিবুল আলম। তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলমকে তার অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি শর্তে আগামী ৩১ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।


এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাসিবুল আলম। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন হাসিবুল আলম। সিভিল সার্ভিসের এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সিনিয়র সহকারী সচিব, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের যুগ্ম সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপম্যান্টের (ইফাদ) কান্ট্রি প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন হাসিবুল আলম।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ