নিজস্ব প্রতিবেদক, ঢাকা
                                  
              দেশে আগামী দুই দিনে ৪৫ লাখ ডোজ টিকা আসছে। এতে যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ও চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে। একসঙ্গে এত টিকা আসার খবরে আনন্দিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 
বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় মন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি কাল ও পরশু দুই দিনে ৪৫ লাখ টিকা আসছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ টিকা আসবে। ওইদিন রাত সাড়ে ১২টায় আবার চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দেশে পৌঁছবে।’ 
তিনি বলেন, ‘পরদিন (৩ জুলাই) মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা রাত সাড়ে ৮টায় বিমানবন্দরে এসে পৌঁছবে। সেদিনই সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা আমরা পেয়ে যাব।’ 
জাহিদ মালেক বলেন, ‘আমরা টিকার জন্যই অপেক্ষা করছি। এই ৪৫ লাখ ডোজ টিকা পেলে আগের মতো দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম কর্মসূচি শুরু করতে পারব।
সম্রাট/এম. জামান
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন