• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭

প্রকাশিত: জুন ৮, ২০২৩, ১২:২৪ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৭ জুন) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৭ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২০ জন রয়েছেন।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ৪৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১১ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছেন ৬৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ৭২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২২১ জন। এ বছর এখন পর্যন্ত ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানিয়েছেন তারা।

 

জেকেএস/
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ