• ঢাকা বুধবার
    ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃষ্টি হলেই বুড়িগঙ্গায় নৌকার ভাড়া দ্বিগুণ!

প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১০:৫৯ পিএম

বৃষ্টি হলেই বুড়িগঙ্গায় নৌকার ভাড়া দ্বিগুণ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি রাজধানীর জনজীবনে নেমে এসেছে প্রশান্তি। তবে এই স্বস্তির মধ্যেও বুড়িগঙ্গা পাড়ের মানুষদের অস্বস্তি বাড়িয়েছে নৌকা ভাড়া।

শুক্রবার (৯ জুন) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। তারপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে। এরপর বেলা ১১টার পর শুরু হয় ঝুম বৃষ্টি।

এ সময় পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর বিভিন্ন নৌকা ঘাট ঘুরে দেখা যায়, বৃষ্টি যেন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বুড়িগঙ্গা তীরের দুই পাড়ের মানুষের কাছে। বৃষ্টির কারণে প্রায় দ্বিগুণ হয়েছে নৌকা ভাড়া। এতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।

যাত্রীরা জানান, এটা নতুন কিছু নয়। বৃষ্টি নামলেই ভাড়া বেড়ে যায় নৌকার। তবুও নৌকা পাওয়া যায় না সব সময়। অন্তর সমাজদার নামে এক কলেজ শিক্ষার্থী জানান, বৃষ্টি নামলে ৩০ টাকার নৌকা ভাড়া ৫০ টাকা হয়ে যায়। সোয়ারিঘাট, আলম মার্কেট ঘাট ও তেলঘাটসহ প্রায় সবকয়টি ঘাটেই একই অবস্থা।

 


চপল দাস নামে আরেক যাত্রী বলেন, এটা মাঝিদের সব সময়ের কাজ। বৃষ্টি নামলেই ভাড়া বাড়িয়ে দেয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

আর মাঝিরা জানান, বৃষ্টিতে ভিজে নৌকা চালাতে হয়। এতে জ্বর এসে যায়। তাই মাঝে মধ্যে ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়া হয়। সোহেল শেখ নামে এক নৌকাচালক জানান, ‘এতদিন তীব্র গরমে নৌকা চালাতে হয়েছে। তখন কিন্তু আমরা ভাড়া বাড়াইনি। বৃষ্টিতে ভিজে নৌকা চালাই। এজন্য কিছু টাকা বকশিস চাই। কেউ দেয়, আবার কেউ দেয় না।’

আইয়ুব আলী নামে আরেকজন নৌকাচালক জানান, ‘কয়েকদিনের গরমে নৌকা চালাতে কষ্ট হচ্ছিল। বৃষ্টি নামায় দুনিয়াডা ঠান্ডা হইছে। তয় বৃষ্টিতে যাত্রী কমে গেছে।’

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঘাটের ইজারাদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি তারা।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ