• ঢাকা শনিবার
    ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক সময় হয়তো আমরাও বিশ্বকাপ জিতব: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০২:১৯ এএম

এক সময় হয়তো আমরাও বিশ্বকাপ জিতব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা, অর্থনীতিসহ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া এবং এক সময় বাংলাদেশ বিশ্বকাপ জিততেও পারবে সেই প্রত্যাশার কথা জানান তিনি।

শুক্রবার (৯ জুন) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুনার্মেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

শুক্রবার বৃষ্টিস্নাত দিনের শেষ বিকেলে আক্রমণ-পালটা আক্রমণে রোমাঞ্চকর ফুটবলের প্রদর্শনী হয়েছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে জয় পেতে মরিয়া দুই ফাইনালিস্ট আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

দর্শকসারিতে বসে ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৪ দলের টুর্নামেন্টে আল আরাফাহ ইসলামী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে শিরোপা ওঠে ইউনিয়ন ব্যাংকের হাতে।

ফাইনালে বিজয়ী ও রানার্সআপ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।


বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আসার পর থেকে উদ্যোগ নিয়েছি, সারা দেশে আমরা মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। যেখানে ১২ মাস কোনো না কোনো খেলা হতে পারবে। এ প্রতিযোগিতার মধ্য থেকেই উৎকর্ষ সাধন হবে। আর এখান থেকেই হয়তো আমরা এক সময় বিশ্বকাপ খেলতে পারব। এক সময় হয়তো বিশ্বকাপ জিততেও পারব।’

সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে সারা বিশ্বেই মানুষ কষ্টে আছে। দেশের পরিস্থিতি সামাল দিতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট অগ্রগামী ছিলাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশনের ফলে অর্থনৈতিকভাবে আমাদের সবারই একটু কষ্ট হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্ব মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।’

এ সময় পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরও একটি নতুন স্টেডিয়াম করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ