 
              প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৭:৪১ পিএম
 
                 
                            
              প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারত না৷ কারণ তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত ছিল৷
রোববার (১৮ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মাননীয় প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন-সর্বভৌম দেশ আমাদের। স্বাধীন জাতি আমরা। যুদ্ধে বিজয় অর্জন করেই আমরা আমাদের দেশ পেয়েছি। কারো খবরদারির কাছে নতজানু আমরা হবো না, এটাই আমাদের সিদ্ধান্ত।
তিনি বলেন,
দেশের উন্নয়নে যার যার প্রয়োজনীয়তা রয়েছে, সেসব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বাংলাদেশ৷  
শেখ হাসিনা বলেন, প্রতিনিয়ত বদলে যাওয়া প্রযুক্তি এখন নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে৷ যুগপোযোগী ভাবে নিজেদের গড়ে তুলতে হবে৷ প্রযুক্তির মাধ্যমে যাতে দেশের মানুষের ক্ষতি না হয়৷ সেদিকে খেয়াল রাখতে হবে৷ 
                      
এসএসএফ এর বিষয়ে তিনি বলেন,
তারা অত্যন্ত সুচারুভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে৷ পুরুষদের চেয়ে, নারী এসএসএফ সদস্যরা বেশি কড়া ভূমিকা রাখছেন৷
প্রধানমন্ত্রী বলেন, অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে এসএসএফ এখন অনেক সমৃদ্ধ৷ আমাকে বাঁচাতে গিয়ে যেনো কারো জীবন না যায়৷
এই দোয়াটাই সবসময় করি আমি৷ নিজের ছেলেমেয়েদের মতো করেই, এসএসএফ এর জন্যও দোয়া করি৷
বিদেশি অতিথিরাও এখন এসএসএফ এর প্রশংসা করছেন জানিয়ে তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে আরও এগিয়ে যাবে এসএসএফ।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      