 
              প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০২:৩৬ এএম
-20230624143627.jpg) 
                 
                            
              চিকিৎসাসেবায় গাফিলতির অভিযোগে এবার অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের (বিকে দাস) নামে চিকিৎসকের নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ফলে রাজধানীর শেরেবাংলা নগরের বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক আগামী ৬ মাস কোনো রোগীকে চিকিৎসা দিতে পারবেন না।
বুধবার বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘ডা. বিকে দাস কর্তৃক ১১ মাসের শিশু সন্তানের মুখে আংশিক তালু কাটা অস্ত্রোপচারে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা-মা বিএমডিসিতে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের বক্তব্য রেকর্ড নেয়। তদন্তে চিকিৎসাদানে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ছিল, তা প্রমাণিত হয়। এমতাবস্থায় বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংস্থা থেকে প্রদত্ত অধ্যাপক ডা. বিকে দাসের রেজিস্ট্রেশন (অ-১৬৮৮৬, ফধঃব ড়ভ ৎবমরংঃৎধঃরড়হ: ১১.০৬.১৯৮৮) ছয় মাসের জন্য স্থগিত করা হলো। স্থগিত আদেশ চলতি বছরের ২২ জুন থেকে কার্যকর হবে। এই সময়ে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তিনি কোথাও কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি স্থগিতাদেশ সময়কাল পর্যন্ত নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।’
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      