• ঢাকা রবিবার
    ১২ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
ঢাকা-১৭ উপ-নির্বাচন

প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে আরাফাত

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০১:৫১ এএম

প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে আরাফাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ১২৪টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের ভোটের ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে আছেন নৌকা প্রতীক প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা করছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

১০৮টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলে দেখা যায়, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ২৪৪২১ ভোট। একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৪৮৮৫ ভোট। যদিও পরে তার ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। 

 

বিএস/

আর্কাইভ