 
              প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০৬:০৬ পিএম
 
                 ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র এবং কানাডা মানবতার কথা বললেও বঙ্গবন্ধুর খুনিরা নিরাপদেই সেখানে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমীতে শোকাবহ আগস্ট উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আছে বঙ্গবন্ধুর দুই খুনি। বারবার বলার পরও তারা খুনিদের ফেরত দেয় না। তারা আবার মানবতার কথা বলে। তাদের দেশে তাদের প্রোটেকশনে খুনিরা ঘুরে বেড়াচ্ছ।
দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা কোনো না কোনো বাহানা করে নুর চৌধুরীকে ফেরত দেয় না। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে আইনের শাসন আছে, তারা খুনিদের আশ্রয় দেয়। এটা দুঃখজনক।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      