 
              প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০৮:৩২ পিএম
-20230810083239.jpg) 
                 ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর করা, বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে আনার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে যুবলীগ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে এ স্মারকলিপি তুলে দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগের দাবিগুলো যৌক্তিক। তারপরও এগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস দেন তিনি।
এর আগে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সমাবেশ করে।
সমাবেশে শেখ ফজলে শামস পরশ বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর না করা পর্যন্ত যুবলীগ কর্মসূচি চালিয়ে যাবে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      