 
              প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০৫:৫৯ পিএম
-20230813055932.jpg) 
                 ছবি: সংগৃহীত
ঢাকায় সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় তারা জাদুঘরের ভেতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রের কথা রয়েছে।
সোমবার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবেন এই দুই কংগ্রেসম্যান। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া তারা রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানান গেছে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      