নিজস্ব প্রতিবেদক, ঢাকা
                                  
              মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সারা দেশে ৪১ কোটির ওপরে খাবার যোগ্য গবাদিপশু রয়েছে। আর কোরবানির জন্য উপযোগী গবাদিপশু রয়েছে ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার পশু রয়েছে।
রোববার (৪ জুলাই) অনলাইন প্লাটফর্মে উত্তর সিটি করপোরেশনের ডিজিটাল হাটের উদ্বাধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত বছরের মতো এ বছরেও বিদেশি পশুর প্রয়োজন হবে না। আমাদের পর্যাপ্ত গবাদিপশু রয়েছে। 
তিনি আরও বলেন, আমাদের দেশের সকল পৌরসভায় স্লাটার হাউস স্থাপন করা হবে। এখানে গবাদিপশু জবাই করা থেকে সকল কাজ সম্পন্ন করা হবে। এ জায়গা থেকেই বর্জ্য ব্যবস্থাপনা করা হবে।
তরিকুল/সবুজ/এএমকে
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন