• ঢাকা বৃহস্পতিবার
    ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১০:৪২ পিএম

আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই  চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের দরখাস্ত আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছু আইনি জটিলতা রয়েছে। সেগুলো মোকাবিলা করতে হবে। 

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আজ জানিয়েছেন আগামীকাল রোববার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থান জানানো হবে। 

এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নিরাপত্তা শঙ্কার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবন খুবই সুরক্ষিত। তার নিরাপত্তার কোনও ঘাটতি নেই।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ