 
              প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৯:৫৭ পিএম
 
                 
                            
              রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
অসুস্থতার কারণে বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় আগামী ১৩ নভেম্বর নতুন তারিখে রেখেছেন ঢাকা মহানগর দায়রা জজ বিচারক মো. আছাদুজ্জামান।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, বৃহস্পতিবার ১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি এবং অন্য ১০টি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল।
একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন শুনানি মুলতবি করা হয়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      