 
              প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৭:৩০ পিএম
-20231117073027.jpg) 
                 ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। এই কারণে তারা বিভিন্ন সময় নানান পরামর্শ দিয়ে থাকে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সকাল সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যগুলো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী সাংবাদিক ও কিছু বাঙালি নাগরিক ষড়যন্ত্রে নেমেছে। তারাই জোর করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করছে।
যুক্তরাষ্ট্র বন্ধু দেশ আখ্যা দিয়ে মোমেন বলেন, তারা আমাদের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায়। তাই নানা সময় পরামর্শ দেয়। সেসব পরামর্শ বিবেচনা করে গ্রহণযোগ্য হলে আমরা নেব।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন বিএনপির উদ্দেশ্যই ছিল জ্বালাও পোড়াও। তারা হাসপাতালেও আক্রমণ করেছে। সাধারণ মানুষের জন-মাল নষ্ট করছে।
বিএনপিকে উপনিবেশিক আচরণ বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      