 
              প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৫:৫৬ পিএম
-20231212055639.jpg) 
                 ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১১ ডিসেম্বর) রাতে ১১টি ফ্লাইট নামতে পারেনি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সোমবার রাত দুইটার পর থেকে ঘন কুয়াশার কারণে ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, একটি কার্গো বিমান।
প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি বলে জানান তিনি।
কামরুল ইসলাম জানান, সকাল ৮টার পর থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করেছে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      