 
              প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০১:২২ এএম
-20231212132205.jpg) 
                 ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মধুর বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের বন্ধু বলেই উপদেশ দেয়। যেটা ভালো মনে হয় আমলে নেই, আর ভালো মনে না হলে গ্রহণ করি না। এজন্য তারা রাগও করে না।
সরকার বিরোধী দলকে হয়রানি করছে না দাবি করে আব্দুল মোমেন বলেন, যারা সন্ত্রাসী, বাস-ট্রেনে আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ একটি আদর্শ দেশ। আমাদের দেশে মসজিদে, ক্লাবে, মলে আক্রমণে মারা যায় না।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      