• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কা উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৮:০৮ পিএম

মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কা উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র সম্পর্কে রাশিয়ার দেয়া বিবৃতির কোনো আনুষ্ঠানিক বার্তা ঢাকায় আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেইসঙ্গে নির্বাচনের পর মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক কূটনৈতিক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে, ঢাকায় নির্বাচনের পর আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, ঢাকার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তৎপরতা চালাচ্ছেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনের পর মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে রাশিয়ার এমন শঙ্কা উড়িয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। মস্কো এ বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলেও জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এর আগেও আগুন হামলা ম্যানেজ করেছি।

এসময় উপস্থিত ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর আরেক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের ভীত এখন এতটাই মজবুত হয়েছে যে দেশটিকে কোনো ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়।

প্রতিবেশী দেশটির সাবেক এ কূটনীতিক বিজয় দিবস উপলক্ষে ৫২ বছরে বাংলাদেশের অগ্রগতি এবং ভবিষ্যৎ নিয়ে বক্তৃতায় অংশ নেন।

 

জেকেএস/

আর্কাইভ