 
              প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ১২:৩২ পিএম
 
                 
                            
              ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে কোনো অপরাধী কিংবা আইনলঙ্ঘনকারী যেনো পলায়ন করতে না পারে, সে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত পোস্ট দিয়েছে বিজিবি।
এতে বলা হয়েছে, ‘সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। যোগাযোগ: +৮৮০১৭৬৯-৬০০৬ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪’।
এছাড়া আরেক পোস্টে বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ দিকে গতকাল মঙ্গলবার দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
একইদিন বিমানবন্দরে আটকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে। বর্তমানে তারা ইমিগ্রেশনের হেফাজতে আছেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      