 
              প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০২:৩১ পিএম
 
                 
                            
              রাজধানীর ব্যস্ততম কুড়িল-বিমানবন্দর সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকেই যান চলাচল বন্ধ রয়েছে এই সড়কগুলোতে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানযট। সমস্যায় পড়েছে ওই রুট ব্যবহার করে চলাফেরা করা নগরবাসীরা।
বৃহস্পতিবার সকালে দেখা যায়, মিরপুর ইসিবি চত্বর থেকে কুড়িলগামী ফ্লাইওভারের ওপর আটকে আছে সারি সারি গণপরিবহনের বাস, মোটরসাইকেলসহ সিএনজি ও প্রাইভেট কার।
অপরদিকে, কুড়িল থেকে বিমানবন্দরগামী ৩ থেকে সাড়ে ৪ কিলোমিটার রাস্তার অবস্থা আরও ভয়াবহ। অনেক যাত্রী জানান, তারা দীর্ঘক্ষণ ধরে জ্যামে বসে রয়েছেন। এতে অফিস ও কাজের জায়গায় পৌঁছাতে তীব্র বেগ পেতে হচ্ছে তাদের। অনেকে গণপরিবহন ছেড়ে পায়ে হেঁটে রওনা দিয়েছেন নিজ গন্তব্যে।
শ্রমিকরা জানান, প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে তাদের বেতন পাওয়ার কথা থাকলেও মাসিক বেতন পেতে তাদের ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। অতিদ্রুত এই সমস্যার সমাধান চান তারা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      