• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

দুর্গাপূজার সরকারি ছুটিতেও রাজধানীতে তীব্র যানজট

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৮:৩৮ পিএম

দুর্গাপূজার সরকারি ছুটিতেও রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্গাপূজার সরকারি ছুটির দিনেও রাজধানীর মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে প্রবল যানজটের সম্মুখীন হচ্ছেন নগরীর মানুষ। যানজটের কারণে নগরীর অলিগেলিতে ভোগান্তিতে পড়েছেন পূজার ছুটি কাটাতে বের হওয়া মানুষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তাদের জন্য চার দিনের ছুটির প্রথম দিনে সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে যাত্রীদের ভয়াবহ ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়েছে। এয়ারপোর্ট এলাকা থেকে মহাখালী, বনানী এবং রাজধানীর অন্যান্য স্থানে যাতায়াত করা যাত্রীরা এয়ারপোর্ট রোডে ভয়াবহ যানজটের মুখোমুখি হয়েছেন।

যানজট সম্পর্কে জানতে চাইলে গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার সায়েম নয়ন জানান, মানুষ দীর্ঘ ছুটির আগে ঢাকা ছাড়তে শুরু করেছেন। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবস। সড়কে আরও বেশি যানবাহন এবং যাত্রীর উপস্থিতি এই পরিস্থিতির সৃষ্টি করেছে।

এদিকে কয়েকজন পোশাক শ্রমিক দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িল ফ্লাইওভার এলাকায় বেতন ও মজুরির দাবিতে সড়কে নেমে আসেন। পুলিশ তাদের নাম জানাতে পারেনি, তবে পরবর্তীতে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজটের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা।

আর্কাইভ