 
              প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ১০:৫৫ এএম
 
                 
                            
              চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের আনুষ্ঠানিকতা। একসাথে দুই তিথি পড়ায় এ বছর নবমী ও দশমীর আনুষ্ঠানিকতা পড়েছে একইদিনে।
শনিবার (১২ অক্টোবর) ভোর ৬টা ১২ মিনিটে বিহিত পূজার মধ্যে দিয়ে শেষ হয় নবমী। পূজারম্ভের মধ্য দিয়ে শুরু হয় দশমী তিথি। এরপর শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজার সমাপনান্তে বিসর্জন প্রশস্তার আয়োজন করা হবে।
বিসর্জন প্রশস্তার শেষে অপরাজিতা পূজা এবং মন্দির প্রাঙ্গণে শান্তি আশির্বাদ গ্রহণ করবেন ভক্ত-অনুরাগীরা। শাস্ত্রমতে আজ রাত ফুরালেই দেবী দুর্গা পিতৃলোক ত্যাগ করে ঘোড়ায় চড়ে ফিরে যাবেন কৈলাশে।
এরপর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। কোথাও কোথাও আজই প্রতিমা বিসর্জন দেয়া হবে। তবে রাজধানী ঢাকা’সহ বেশিরভাগ জায়গাই দেবী প্রতিমা বিসর্জন করা হবে কাল।
সনাতন ধর্ম অনুযায়ী, মহাসপ্তমীর দিনে দোলায় চড়ে স্বামীলোক কৈলাশ থেকে মর্ত্যলোকে এসেছিলেন জগৎ জননী দেবীদুর্গা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      