 
              প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ১২:৩৯ পিএম
 
                 
                            
              মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনে মোট ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্টেশন পুনরায় চালু করার কার্যক্রম উদ্বোধনকালে এ সব কথা বলেন সড়ক উপদেষ্টা।
এ সময় সাংবাদিকদের উপদেষ্টা জানান, মিরপুর-১০ স্টেশন সংস্কারে সময় লেগেছে ২ মাস ১৭ দিন। এতে মোট খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।
তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারব।
উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।
হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      