
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:০১ পিএম
গুম সংক্রান্ত এক হাজার ৬শর বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। এর মধ্যে ৪০০টি খতিয়ে দেখা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মঈনুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গুম সংক্রান্ত অভিযোগের সময়সীমা শেষ হয়েছে। এক হাজার ৬০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৪০ জনের স্বাক্ষাৎকার নেয়া হয়েছে। আর ৪০০টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।
দেশে গত সাড়ে ১৫ বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার ‘গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি’ গঠন করে। গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় এ সংক্রান্ত অভিযোগ দাখিলের কার্যক্রম।
![]() | ![]() ![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ||
![]() ![]() | ![]() ![]() | |||
![]() |
| ![]() |