 
              প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১০:৩৬ পিএম
 
                 
                            
              সরকারি অনুদানে বকেয়া টাকার প্রথম কিস্তির ৬ কোটি টাকা আগামী রোববারের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান। একইসাথে আন্দোলন বন্ধ করে কাল থেকে সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
টিএনজেড গার্মেন্টসের শ্রমিক অসন্তোষ নিরসনে সোমবার (১১ নভেম্বর) রাতে বৈঠকে বসেন গার্মেন্টসের ৩০জন শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ নেতা ও স্থানীয় সরকারের কর্মকর্তারা। সেখানে এমন সমঝোতা হয়।
এরপর রাত ৯টার দিকে বিজয়নগরের শ্রম ভবনে জরুরি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান শ্রম সচিব।
তিনি বলেন, সরকারি অনুদানে বকেয়া টাকার প্রথম কিস্তির ৬ কোটি টাকা আগামী রোববারের মধ্যে পরিশোধ করা হবে। তবে, বৃহস্পতিবারের মধ্যে পরিশোধের চেষ্টা থাকবে। আর সরকারি অনুদানে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে বকেয়া ১০ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে।
এসময় আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘আমরা আশা করবো কাল থেকে সবাই কাজে ফিরে যাবেন।’
৩০ নভেম্বরের আগে কেউ যদি আবারও রাস্তা অবরোধ করে তাহলে টাকা পরিশোধ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামেন টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। রোববার রাতেও বাসায় ফেরেননি পোশাক শ্রমিকরা। সোমবার দুপুরেও গাজীপুর নগরীর কলম্বিয়া গার্মেন্টস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেন তারা। টানা তিনদিনের অবরোধের কারণে সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      