 
              প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৮:৩৯ পিএম
 
                 
                            
              সচিবালয়ে আগুনের ঘটনার অবশ্যই একটা সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে নাশকতা-ষড়যন্ত্রের বিষয়টি মাথায় নিয়েই তদন্ত হবে।’
আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে রিজওয়ানা এসব কথা বলেন।
বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অগ্নিকাণ্ডে নাশকতা ষড়যন্ত্রের বিষয়টি মাথায় নিয়েই তদন্ত হবে। সচিবালয়ে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন কাজ করেনি, সেটাও তদন্ত হবে। গোয়েন্দা রিপোর্ট থাকলে সরকার বসে থাকত না।’
রিজওয়ানা বলেন, ‘এখানে নিরাপত্তার ব্যর্থতা ছিল কি না? অন্য কোনো বিষয় ছিল কি না? কি কারণে আগুন লেগেছে-এগুলো সবই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আমাদের মতামতগুলো আমরা তদন্ত কমিটিকে জানাব।’
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      