• ঢাকা শুক্রবার
    ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছাত্রশিবিরকে চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ বললেন সারজিস

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৫:৪৪ পিএম

ছাত্রশিবিরকে চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রশিবিরকে ‘চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ১৪ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন হয়।

এতে সারজিস আলম বলেন, ‘আজকের সমাবেশে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন, তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা এ চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে এমন অনেকে রয়েছে, অনেক ব্যক্তি-অনেক গোষ্ঠী, তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও যোগাযোগ করে উঠতে পারিনি।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু আজকে আমার সামনে যারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পোটেনশিয়াল থ্রেট মনে করে যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘অনেক নিরাপরাধ মানুষকে, আলেম-ওলামাকে শুধুমাত্র তার পোটেনশিয়াল থ্রেট মনে করার কারণে হত্যা করেছে। শিবিরকে যেভাবে শেখ হাসিনা রিপ্রেজেন্টে করতে চেয়েছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না।’

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ